২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার দিরিলিস এরতুগ্রুলের টুপি মাথায় ভাইরাল আমির খান

- ছবি : সংগৃহীত

বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি টিভি সিরিজ “দিরিলিস এরতুগ্রুল” এর ঐতিহ্যবাহী টুপি পরিহিত বলিউড তারকা আমির খানের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়।

আমির তার সর্বশেষ চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিং করতে তুরস্ক যাওয়ার পর তার সমর্থকরা তাকে এই বিশেষ টুপি উপহার দেয়।

আমির খান তার ছবির অভিনয়ের জন্য বর্তমানে তুরস্কের নিদে প্রদেশে অবস্থান করছেন।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, অভিনেতা আমির খান হলিউডের চলচিত্র ফরেস্ট গাম্পের রিমেক মুভি লাল সিং চাড্ডায় অভিনয় করতে তুরস্কে এসেছেন। মুভিটির বাকী অংশ তুরস্কে শেষ করা হবে বলে জানা গেছে। ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement