১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মিরসরাইয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিষধর সাপের কামড়ে সীমান্ত নাথ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৪টায় হাসপাতাল থেকে এনে তাকে দাহ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার বিকেল ৪টায় বাড়ির সামনে তাকে সাপ কামড় দেয়।

সীমান্ত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কান্তি নাথের ছেলে এবং জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, সাপে কামড়ানোর পর তাকে স্থানীয় বেদে পাড়ায় ওঝার কাছে নিয়ে যান। পরবর্তীতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অ্যান্টিভেনম না থাকায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করে। কিন্তু চমেক হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে এনে বুধবার ভোর ৪টায় তাকে দাহ করা হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ফারিয়া সিলভী জানান, মঙ্গলবার কয়েকজন সাপে কাটা রোগী আসছিল। তবে সীমান্ত নাথ নামে কোনো রোগী আসেনি।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, সাপে কাটার পর প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া উচিৎ। ওনারা ওঝার কাছে নিয়ে ভুল করেছে। এছাড়া এ নামে কোনো রোগী ভর্তি হয়নি। আমি মঙ্গলবার সকাল থেকে রাত ১১টায় পর্যন্ত রেজিষ্ট্রেশন খাতা দেখেছি। হয়তো ওঝার কাছ থেকে চমেকে নিয়ে গেছেন।


আরো সংবাদ



premium cement
বল করে এসেই পিটুনি খেলেন সাকিব চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস আলম নাটোরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ১০ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা স্কোপাস প্রকাশনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিআইইউ নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করতে গোয়েন্দা নিয়োগ ইরানের বিশ্বসেরা গবেষকের তালিকায় বাকৃবির ১০ গবেষক আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ পিটিয়ে মারার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে ঢাবি প্রশাসন ভারতে জাতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ হিন্দু পরিষদ

সকল