২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরসরাইয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিষধর সাপের কামড়ে সীমান্ত নাথ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৪টায় হাসপাতাল থেকে এনে তাকে দাহ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার বিকেল ৪টায় বাড়ির সামনে তাকে সাপ কামড় দেয়।

সীমান্ত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কান্তি নাথের ছেলে এবং জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, সাপে কামড়ানোর পর তাকে স্থানীয় বেদে পাড়ায় ওঝার কাছে নিয়ে যান। পরবর্তীতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অ্যান্টিভেনম না থাকায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করে। কিন্তু চমেক হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে এনে বুধবার ভোর ৪টায় তাকে দাহ করা হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ফারিয়া সিলভী জানান, মঙ্গলবার কয়েকজন সাপে কাটা রোগী আসছিল। তবে সীমান্ত নাথ নামে কোনো রোগী আসেনি।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, সাপে কাটার পর প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া উচিৎ। ওনারা ওঝার কাছে নিয়ে ভুল করেছে। এছাড়া এ নামে কোনো রোগী ভর্তি হয়নি। আমি মঙ্গলবার সকাল থেকে রাত ১১টায় পর্যন্ত রেজিষ্ট্রেশন খাতা দেখেছি। হয়তো ওঝার কাছ থেকে চমেকে নিয়ে গেছেন।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

সকল