২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ইনসাফভিত্তিক শোষণহীন রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

চন্দনাইশে জামাতের কর্মী সম্মেলনের বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি কেন্দ্রীয় জামাতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আনারুল আলম চৌধুরী বলেছেন, ইনসাফভিত্তিক শোষণহীন রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশাল বিশাল কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এদেশের আগামীর কর্ণধার, জাতির ভবিষ্যৎ ছাত্র-জনতার সাথে শিশু-কিশোর, যুবক, কৃষক-শ্রমিক, আবাল বৃদ্ধ বনিতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার যে দেশ আজ মুক্ত হয়েছে। ছাত্র-জনতার এই বিপ্লবের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদ্ধপরিকর।

কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা আইয়ুব আলী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি কুতুব উদ্দিন। দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসেন।
চন্দনাইশ উপজেলা ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার নুরুল হুদা।

জামায়াত নেতা মাস্টার মাহফুজুল হক, মাওলানা আবুল ফয়েজ, মোসলেম উদ্দিন, দিদারুল আলম, শওকতুল আলম খান, সাইয়েদ আল মামুন, মামুনুর রশীদ, হাফেজ হামিদ উল্লাহ, শ্রমিক নেতা তৌকির আহমেদ, উপজেলা শিবিরের সভাপতি হাবিবউল্লাহ ফয়সাল।
সাবেক শিবির নেতা মীর ফারুক, খোরশেদ, সাইফুল, কে এইচ এম এরশাদ, আরফাত উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement