২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চৌদ্দগ্রামে অস্ত্র জমা দেয়নি ইউপি চেয়ারম্যান মোশাররফ, এলাকায় আতঙ্ক

চৌদ্দগ্রামে অস্ত্র জমা দেয়নি ইউপি চেয়ারম্যান মোশাররফ, এলাকায় আতঙ্ক - ছবি : নয়া দিগন্ত

সরকারের নির্দেশনায় অমান্য করে নির্ধারিত সময়ে অস্ত্র জমা দেয়নি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য মো: মোশাররফ হোসেন।

বুধবার (১১ সেপ্টম্বর) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রভাবশালী এই চেয়ারম্যান গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছে। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইলটিও। নির্ধারিত সময়ে অস্ত্র জমা না দেয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

থানার কর্মকর্তা নাজমুল হুদা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী লাইসেন্সকৃত বৈধ অস্ত্রটি জমা দেয়ার নির্দিষ্ট সময় ছিল (মঙ্গলবার) ৩ সেপ্টেম্বর রাত ১২টা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাশিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন এখনো তার হেফাজতে থাকা অস্ত্রটি জমা দেয়নি। বিভিন্ন লোকমারফতে এবং থানা পুলিশ তার বাড়ি গিয়ে বলে আসার পরেও তিনি অস্ত্র জমা দেয়নি। নিয়ম অনুসারে চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা অভিযোগ করেন, বিগত সরকারের পুরো সময়ে মোশাররফ চেয়ারম্যানের অস্ত্র নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। তার বিরুদ্ধে পিস্তল নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ, অপর চেয়ারম্যানকে মৃত্যুর হুমকি এবং সাবেক সহকারী কমিশনারকে মারধরের চেষ্টার অভিযোগ রয়েছে। হুমকি এবং অপমানের অভিযোগের প্রেক্ষিতে ওই সময়ে মোশাররফের দায়িত্ব স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ দিকে দীর্ঘদিন ধরে কাশিনগর ইউনয়নের চেয়ারম্যান মো: মোশারফ হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৮১৯৪৪৯৩৫৪) বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement