২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেন্টমার্টিন থেকে টেকনাফে আসা ট্রলারে মিয়ানমারের গুলি

মিয়ানমার সীমান্তঘেঁষা নাফ নদীতে ভাসছে জেলেদের নৌকা - ছবি : সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলারে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে।

মঙ্গলবার (সেপ্টেম্বর) সকালে নাফ নদীর বদরমোকাম মোহনায় এ ঘটনা ঘটে। তবে কারা গুলি চালিয়েছে, ওই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

নাছির উদ্দিন নামে ট্রলারের এক যাত্রী বলেন, ‘চিকিৎসার জন্য তিনি তার মাকে হাসপাতালে নিয়ে যেতে ট্রলারযোগে টেকনাফ যাচ্ছেন। মাঝপথে শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি বদরমোকাম মোহনা এলাকায় পৌঁছালে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। এ সময় অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ট্রলারের একটি তক্তা (কাঠ) ভেঙে যায়।

তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানান তিনি।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় আবারো টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শঙ্কা তৈরি হয়েছে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে বিস্তারিত খবর নিচ্ছেন তিনি।


আরো সংবাদ



premium cement