২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিবের বাবাকে জামায়াতের ২ লাখ টাকা সহায়তা

- ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো: রাকিবের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার বিকেলে লক্ষীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে ওই সহায়তা দেয়া হয়। সহায়তার চেক তুলে দেন কেন্দ্রীয় জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো: নাজমুল হাসান পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসীর উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আবুল হোসেন, জেলা ওলামা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট হাসানুল বান্না, শিবিরের জেলা সভাপতি মনির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসাইন, সূরা ও কর্ম পরিষদ সদস্য দেওয়ান মো: ইউসুফ, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইসমাইল ইলিয়াস, শিবির নেতা মো: জুয়েল হোসেন এবং মাওলানা মুহাম্মদ খালেদ ফারুকী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রামগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের মাল গাজী বাড়ির বাসিন্দা মো: আবুল খায়েরের ছেলে স্কুলছাত্র মো: রাকিব।


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি চুয়েটে ‘পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা বিসিকের ৩ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে শিল্প উপদেষ্টা সাউদার্ন ইউনিভার্সিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সি মালিকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সোনাদিয়ায় ইকো ট্যুরিজম পার্ক নির্মাণে ইজারা চুক্তি স্থগিত সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবোর সাফল্য

সকল