বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিবের বাবাকে জামায়াতের ২ লাখ টাকা সহায়তা
- রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
- ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো: রাকিবের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার বিকেলে লক্ষীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে ওই সহায়তা দেয়া হয়। সহায়তার চেক তুলে দেন কেন্দ্রীয় জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো: নাজমুল হাসান পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসীর উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আবুল হোসেন, জেলা ওলামা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট হাসানুল বান্না, শিবিরের জেলা সভাপতি মনির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসাইন, সূরা ও কর্ম পরিষদ সদস্য দেওয়ান মো: ইউসুফ, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইসমাইল ইলিয়াস, শিবির নেতা মো: জুয়েল হোসেন এবং মাওলানা মুহাম্মদ খালেদ ফারুকী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রামগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের মাল গাজী বাড়ির বাসিন্দা মো: আবুল খায়েরের ছেলে স্কুলছাত্র মো: রাকিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা