১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আগামীর রাজনীতি হবে তরুণ প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার : আমীর খসরু

- ছবি : নয়া দিগন্ত

আগামীর রাজনীতি হবে তরুণ প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলা ও ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিকেলে জেলা সদরের মুক্ত মঞ্চে সম্প্রীতির সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশ শেষে জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তারেক রহমানের নির্দেশনায় জেলা সদর ও দীঘিনালা উপজেলার মোট ২ হাজার ৫০০ পরিবারের মাঝে এ উপহার সমগ্রী বিতরণ করা হয়।

তারেক রহমানের উদ্বৃতি দিয়ে আমীর খসরু বলেন, বাংলাদেশে কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুই বারের বেশি প্রধানমন্ত্রী হলে সে দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট হয়ে যায়।

তিনি বলেন, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজদের জায়গা বিএনপিতে হবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশে শতকারা ৬৫ ভাগের বয়স ৩৫-এর নিচে। তাদের মনের কথা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা বুঝতে হবে। রাজনীতি হবে জনগণের জন্য, জাতীর জন্য। দলের জন্য নয়।

দলটির এই শীর্ষ নেতা বলেন, অনেকেই বলেছিল হাসিনা চলে গেলে বিএনপি লাখ লাখ লোককে হত্যা করবে। বিএনপি সব দখল করে ফেলবে। কিন্তু কিছুই করেনি বিএনপির লোকজন। অথচ গত ১৬ বছরে বিএনপির শত শত লোক হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন। মিথ্যা মামলার শিকার হয়ে বাড়ি ঘরে থাকতে পারেননি। ব্যবসা-বাণিজ্য, চাকরি কেড়ে নেয়া হয়েছে। ১৫-১৬ বছর নির্যাতিত হওয়ার পরও বিএনপির নেতা-কর্মীরা সংযম দেখিয়েছে।

বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
নির্বাচন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আ.লীগের দোসরদের প্রতিহত করতে হবে : সারজিস আলম মালয়েশিয়াস্থ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন দেবীগঞ্জে দেখা মিলল ভিনদেশী পাখি গ্রেটার ফ্লেমিংগোর বন‌্যা-পরবর্তী মানুষ ও প্রাণির চিকিৎসায় মেড কোয়ালিশনের বিনামূল্যে ক্যাম্পেইন পুলিশের ছেলেকে গুলি করে হত্যা : যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেফতার ত্রাণের টাকা ব্যাংকে কেন? যা ব্যাখ্যা দিলেন সমন্বয়করা ১৭টি বছর ছিল দুঃসহ কালো রাত : জামায়াত আমির সাবেক কৃষিমন্ত্রী শহীদের দখলে থাকা বন উদ্ধার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে : জামায়াত সেক্রেটারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী আটক জামায়াত একটি গতিশীল বিপ্লবী সংগঠন : গোলাম পরওয়ার

সকল