১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আগামীর রাজনীতি হবে তরুণ প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার : আমীর খসরু

- ছবি : নয়া দিগন্ত

আগামীর রাজনীতি হবে তরুণ প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলা ও ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিকেলে জেলা সদরের মুক্ত মঞ্চে সম্প্রীতির সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশ শেষে জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তারেক রহমানের নির্দেশনায় জেলা সদর ও দীঘিনালা উপজেলার মোট ২ হাজার ৫০০ পরিবারের মাঝে এ উপহার সমগ্রী বিতরণ করা হয়।

তারেক রহমানের উদ্বৃতি দিয়ে আমীর খসরু বলেন, বাংলাদেশে কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুই বারের বেশি প্রধানমন্ত্রী হলে সে দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট হয়ে যায়।

তিনি বলেন, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজদের জায়গা বিএনপিতে হবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশে শতকারা ৬৫ ভাগের বয়স ৩৫-এর নিচে। তাদের মনের কথা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা বুঝতে হবে। রাজনীতি হবে জনগণের জন্য, জাতীর জন্য। দলের জন্য নয়।

দলটির এই শীর্ষ নেতা বলেন, অনেকেই বলেছিল হাসিনা চলে গেলে বিএনপি লাখ লাখ লোককে হত্যা করবে। বিএনপি সব দখল করে ফেলবে। কিন্তু কিছুই করেনি বিএনপির লোকজন। অথচ গত ১৬ বছরে বিএনপির শত শত লোক হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন। মিথ্যা মামলার শিকার হয়ে বাড়ি ঘরে থাকতে পারেননি। ব্যবসা-বাণিজ্য, চাকরি কেড়ে নেয়া হয়েছে। ১৫-১৬ বছর নির্যাতিত হওয়ার পরও বিএনপির নেতা-কর্মীরা সংযম দেখিয়েছে।

বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা

সকল