সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তোলা হবে : শাহজাহান চৌধুরী
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫২
চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সকল ভেদাবেদ ভুলে সকল হাক্কানী আলেম-ওলামাদের নিয়ে দেশে বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তোলা হবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জামায়াত ইসলামী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পটিয়ার কালারপোল (সাংগঠনিক), থানা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের আলেম ওলামাদের ওহাবি, সুন্নি, শিয়া ও কওমীসহ নানা মতামতে বিভক্ত করে একশ্রেণির সুবিধাভোগী ফায়দা লুটছে। এ সুযোগ আর দেয়া হবে না।
এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদ আ’লীগকে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয়া হবে না। যে শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করলো সে হাসিনাকে এদেশ থেকে পালাতে হয়েছে। ১৮ বছর নির্যাতন করেও একজন জামায়াত-শিবিরকর্মী বিদেশে পালায়নি। শেখ হাসিনার বিরুদ্ধে দেশে ১২০টি হত্যা মামলা হয়েছে। এ দেশেই তার ফাঁসি হবে। আ’লীগই প্রমাণ করলেন জামায়াত স্বাধীনতা বিরোধী, মৌলবাদী ও সন্ত্রাসী দল নয়। এসব অভিযোগে জামায়াতকে তারা নিষিদ্ধ করতে পারেনি।
শেখ হাসিনার পালিয়ে যাওয়া বিষয়ে তিনি আরো বলেন,৭১ সালেও আওয়ামী লীগ পালিয়ে ছিল। তারা মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযুদ্ধ করেছিল দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা।
বিশ্বব্যাপী ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে জামায়াত ইসলামী। সারা বিশ্বে ৫৬টি দেশে জামায়াত ইসলামী কাজ করছে। শেখ হাসিনা দেখে যাও জামায়াতকে কোনোভাবে দাবিয়ে রাখতে পারবে না। যারা ব্যাংক লুট করেছে তারা মানবতা, জাতি ও স্বাধীনতার শত্রু।
জামায়াত ইসলামী পটিয়ার কালারপোল (সাংগঠনিক) থানা শাখার আমির এম নাছির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আরেফে জামি।
বক্তব্য রাখেন প্রফেসর মুসা খান, প্রফেসর ইসহাক চৌধুরী, ব্যবসায়ী নেতা নুরুল আলম, অধ্যক্ষ মাওলানা ঈসমাইল হক্কানী, মনিরুল আবছার, কর্ণফুলী জামায়াতের আমির মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ নুরুল হক, আখতার হোসাইন, কাজী আসলাম, শিবির সভাপতি আইয়ুবুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ নুর, মোহাম্মদ জিহান ও মো: শাহাদাত প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা