২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নারী-শিশুসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচজন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মো: মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে মো: সাইমান (৫ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাস্টারপাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারী (২৭)।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রইস উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের নানকরা এলাকায় শুক্রবার সকাল ৬টায় ঢাকামুখী একটি মাইক্রোবাস সামনে একটা ট্রাক থেমে থাকায় গতি কমিয়ে দেয়। এ সময় পেছনে দ্রুত গতিতে থাকা স্টার লাইন পরিবহনের একটি বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে দুমড়ে-মুচড়ে পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও শিশুসহ চারজন নিহত হয়। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এ সময় মাইক্রোবাসে থাকা মামুনের স্ত্রীসহ আরো কয়েকজন আহত হন।

তারা আরো জানায়, খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মামুনের ভাই মো: হানিফ জানান, মামুন ঢাকায় একটি হাসপাতালে চাকরি করেন। তিনি বন্যাকবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দু’দিন আগে ফেনীতে আসেন। সকালে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ওসি রইস উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে হাসপাতালে ও গাড়িগুলো ফাঁড়িতে আনা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল