২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বিঘ্নিত

পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বিঘ্নিত - ছবি : নয়া দিগন্ত

পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (৪ আগস্ট) বোটচালকরা এই তথ্য জানিয়েছেন।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢলে ভেসে আসতে শুরু করেছে বিশাল কচুরিপানার স্তুপ। গত এক সপ্তাহ হতে ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের বিশাল অংশজুড়ে কচুরিপানায় ভরে গেছে। রাঙ্গামাটি, বিলাইছড়ি, বরকল ও কাপ্তাই অংশে হ্রদের উপর অস্বাভাবিকভাবে কচুরিপানার জঞ্জালে ভরে গেছে। এতে রাঙ্গামাটির বিভিন্ন নৌ রুটে চলাচলকারী ছোট বড় ইঞ্জিন বোটগুলোর চলাচলে বিঘ্ন ঘটছে। গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নৌ পথে চলাচলকারী যাত্রীরা।

বোট চালকরা জানান, কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলা জেটিঘাট থেকে রাঙ্গমাটি সদর, বিলাইছড়ি, ফারুয়া, হরিনছড়াসহ বিভিন্ন জায়গায় প্রতিদিন যাত্রীবাহী অসংখ্য ছোট বড় ইঞ্জিনচালিত বোট চলাচল করে। এছাড়া সাপ্তাহিক হাট বাজারে পণ্যবাহী বোটও চলাচল করে এই পথ দিয়ে। এই মৌসুমে অসংখ্য পর্যটক চলাচল করে এই পথে। গত এক সপ্তাহ হতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের বিশাল অংশ কচুরিপানায় ভরে গেছে। এই কচুরিপানার ফলে ইঞ্জিনচালিত বোটগুলো ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে কচুরিপানা আরো ভেসে আসার আশঙ্কা রয়েছে বলে বোট চালকরা জানান।

 


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল