২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বিঘ্নিত

পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বিঘ্নিত - ছবি : নয়া দিগন্ত

পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (৪ আগস্ট) বোটচালকরা এই তথ্য জানিয়েছেন।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢলে ভেসে আসতে শুরু করেছে বিশাল কচুরিপানার স্তুপ। গত এক সপ্তাহ হতে ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের বিশাল অংশজুড়ে কচুরিপানায় ভরে গেছে। রাঙ্গামাটি, বিলাইছড়ি, বরকল ও কাপ্তাই অংশে হ্রদের উপর অস্বাভাবিকভাবে কচুরিপানার জঞ্জালে ভরে গেছে। এতে রাঙ্গামাটির বিভিন্ন নৌ রুটে চলাচলকারী ছোট বড় ইঞ্জিন বোটগুলোর চলাচলে বিঘ্ন ঘটছে। গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নৌ পথে চলাচলকারী যাত্রীরা।

বোট চালকরা জানান, কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলা জেটিঘাট থেকে রাঙ্গমাটি সদর, বিলাইছড়ি, ফারুয়া, হরিনছড়াসহ বিভিন্ন জায়গায় প্রতিদিন যাত্রীবাহী অসংখ্য ছোট বড় ইঞ্জিনচালিত বোট চলাচল করে। এছাড়া সাপ্তাহিক হাট বাজারে পণ্যবাহী বোটও চলাচল করে এই পথ দিয়ে। এই মৌসুমে অসংখ্য পর্যটক চলাচল করে এই পথে। গত এক সপ্তাহ হতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের বিশাল অংশ কচুরিপানায় ভরে গেছে। এই কচুরিপানার ফলে ইঞ্জিনচালিত বোটগুলো ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে কচুরিপানা আরো ভেসে আসার আশঙ্কা রয়েছে বলে বোট চালকরা জানান।

 


আরো সংবাদ



premium cement
দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১ আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ করল ভারত টেকনাফে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

সকল