পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বিঘ্নিত
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১১
পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (৪ আগস্ট) বোটচালকরা এই তথ্য জানিয়েছেন।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢলে ভেসে আসতে শুরু করেছে বিশাল কচুরিপানার স্তুপ। গত এক সপ্তাহ হতে ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের বিশাল অংশজুড়ে কচুরিপানায় ভরে গেছে। রাঙ্গামাটি, বিলাইছড়ি, বরকল ও কাপ্তাই অংশে হ্রদের উপর অস্বাভাবিকভাবে কচুরিপানার জঞ্জালে ভরে গেছে। এতে রাঙ্গামাটির বিভিন্ন নৌ রুটে চলাচলকারী ছোট বড় ইঞ্জিন বোটগুলোর চলাচলে বিঘ্ন ঘটছে। গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নৌ পথে চলাচলকারী যাত্রীরা।
বোট চালকরা জানান, কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলা জেটিঘাট থেকে রাঙ্গমাটি সদর, বিলাইছড়ি, ফারুয়া, হরিনছড়াসহ বিভিন্ন জায়গায় প্রতিদিন যাত্রীবাহী অসংখ্য ছোট বড় ইঞ্জিনচালিত বোট চলাচল করে। এছাড়া সাপ্তাহিক হাট বাজারে পণ্যবাহী বোটও চলাচল করে এই পথ দিয়ে। এই মৌসুমে অসংখ্য পর্যটক চলাচল করে এই পথে। গত এক সপ্তাহ হতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের বিশাল অংশ কচুরিপানায় ভরে গেছে। এই কচুরিপানার ফলে ইঞ্জিনচালিত বোটগুলো ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে কচুরিপানা আরো ভেসে আসার আশঙ্কা রয়েছে বলে বোট চালকরা জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা