বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত
- নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
- ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৩
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটের দিকে সীমান্ত এলাকার ৪৪/৪৫ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থানে থেমে থেমে পাঁচটি মর্টারশেলের বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের আওয়াজ সীমান্ত এলাকার প্রায় আধা কিলোমিটার ভেতর থেকে শুনা যায় বলে জানান সীমান্তের কাছাকাছি বসবাসকারী মো: বাবুল আলম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মর্টারশেল বিস্ফোরণের শব্দ মাঝখানে অনেক দিন শোনা যায়নি। আজকে সীমান্ত এলাকায় হঠাৎ করে আবার শোনা যায়। নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার প্রায় ৬৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। যা এখন মিয়ানমার অংশের ভেতরে থাকা আরকান আর্মির দখলে রয়েছে।
ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্ত এলাকার অংশে চলতি বছরে জান্তা সরকার সমর্থিত আরো একটি বিদ্রোহী সংঘটন সৃষ্টি হয়েছে। সম্ভবত তারাই আরকান আর্মির উপর হামলা করার চেষ্টা করার ফলে বিভিন্ন গোলাবারুদ বিস্ফোরণের আওয়াজ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা