২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

সাবেক এমপি মুস্তাফিজুর রহমান চৌধুরী - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এমপি মুস্তাফিজুর রহমান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অপরাহ্নে বাঁশখালী সরল ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম চৌধুরী এ মামলাটি করেন।

বিজ্ঞ আদালত মামলাটি আজহার হিসেবে গ্রহণ করার জন্য বাঁশখালী থানার পুলিশ পরিদর্শকে নির্দেশ প্রদান করে।

রাতে যোগাযোগ করা হলে মামলার বাদি নয়া দিগন্তকে জানান, তিনি বাদি হয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপরাপর আসামিরা হলেন, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, মেম্বার রশিদ আহমদ, মো: হারুন , মোহাম্মদ বাদশা, মোহাম্মদ হারুন, হাসন আহমদ, আবদুশ শুক্কুর, মোহাম্মদ ছরওয়ার, মাহমুদ উল্লাহ, মরতুজা আলী, জাফর আহমদ, মোহাম্মদ হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সেলিম। এছাড়া মামলায় আরো ১৫-২০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।

বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট তকসিমুল গণি ইমনসহ অন্য আইনজীবীগণ।

মামলার অভিযোগে জানা যায়, বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী জোরপূর্বক জায়গা জবরদখল করে নিজ নামে বিদ্যালয় প্রতিষ্ঠান নির্মাণ, শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের নামে অবৈধভাবে মাটি বিক্রি, চাঁদা দাবি এবং তার নির্দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে জায়গা জমি জবর দখল করেন।

বাদি সুনির্দিষ্ট অভিযোগ করে বলেন, এমপি থাকাকালীন সময়ে আসামিরা সাবেক এমপির নির্দেশে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি বাদির জায়গায় জোরপূর্বক স্কুল প্রতিষ্ঠা, স্টেডিয়াম নির্মাণের নামে মাটি বিক্রি করে এবং শরীকদেরকে না জানিয়ে জোর করে পুকুরের মাঝখানে বৈঠকখানা নির্মাণ করে পুকুর দখল করেন।


আরো সংবাদ



premium cement
মার্কিন দূতাবাসের উদ্দেশে খালেদা জিয়া আইনজীবী সাইফুল হত্যা : আটক ৩০, দুই মামলার প্রস্তুতি সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা

সকল