২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ওমরাহ যাত্রীবেশে পালানোর সময় ইয়াবা সম্রাট বদির ক্যাশিয়ার গ্রেফতার

- নয়া দিগন্ত

ওমরাহ করতে যাওয়ার সময় সিলেট এমএজি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার হয়েছেন কক্সবাজারের ইয়াবা সম্রাট খ্যাত বদির ক্যাশিয়ার সালা উদ্দিন। বিমান ছেড়ে যাওয়ার ঠিক আগ মূহূর্তে তাকে নামিয়ে আনেন র‌্যাবের সদস্যরা।

সোমবার সালা উদ্দিনকে গ্রেফতার করা হয়। সালা উদ্দন ৪ নম্বর রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের রাজাপালং ইউনিয়ন সভাপতি ছিলেন।

র‌্যাব-১৫ বিষয়টি নিশ্চিত করে জানান, ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পলায়নের চেষ্টা করছিলেন সালাহ উদ্দিন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে র‌্যাব-৯ এর একটি দল সিলেটের এমএজি ওসমানি বিমান বন্দরের
রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আনন্দ মিছিল এবং বিএনপি অফিসে অতর্কিত হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এবং এজাহারের ২ নম্বর আসামি সালা উদ্দিন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন উখিয়াতে বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই সময় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরণ দ্রব্যসহ বিএনপির অফিসে হামলা চালানোর ঘটনায় নেতৃত্বে ছিলেন তিনি। এছাড়া তিনি সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ক্যাশিয়ার হিসেবেও ব্যাপক পরিচিত।

আরো জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা সালা উদ্দিন সিলেট বিমান বন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে বিমানে ওঠেন। বাংলাদেশ বিমানের প্লাইটটি ছেড়ে যাওয়ার আগ মূহূর্তে সেখানে হানা দেয় র‌্যাব। নির্ধারিত সীটে বসে থাকা সালা উদ্দিনকে নামিয়ে আনেন তারা।

গোয়েন্দা রিপোর্ট বলছেন, মাদক সম্রাট হিসেবে খ্যাত সালা উদ্দিনের বাবা সাধারণ একজন ড্রাইভার। এলাকায় জাফর ড্রাইভার নামে পরিচিত। ছোট একটি কাপড়ের দোকান থাকলেও তার আয়ের মূল উৎস ইয়াবা। কয়েক বছরে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান সালা উদ্দিন। নিজেই গড়ে তোলেন ইয়াবা সিন্ডিকেট। এর আগে সালা উদ্দিনের মাদক কারবার গুরু সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ২০ আগস্ট চট্টগ্রামের জিইসি মোড় থেকে গ্রেফতার দেখায় র‌্যাব। বর্তমানে তিনি কারাগারে আসেন।

র‌্যাব আরো জানায়, কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যতম মূলহোতা ইয়াবা সম্রাট বদি। তার ক্যাশিয়ার হিসেবে পরিচিত সালাহ উদ্দিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

সকল