২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাপ্তাই স্পিল ওয়ের ১৬টি জলকপাট দিয়ে ৪ ফুট করে খোলা

কাপ্তাই স্পিল ওয়ের ১৬টি জলকপাট দিয়ে ৪ ফুট করে খোলা - ছবি: সংগৃহীত

এবার রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিল ওয়ের ১৬টি গেইট দিয়ে ৪ ফুট করে খুলে দেয়া হয়েছে। এতে কাপ্তাই হ্রদ হতে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টা ২০মিনিট এই তথ্য জানান কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের।

এর আগে একই দিন বেলা ১১টা পর্যন্ত পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিল ওয়ের ১৬টি গেইট দিয়ে ৪২ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছিল। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তে মুহূর্তে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে পিডিবি ম্যানেজার জানান।

তিনি আরো জানান, লেকে প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকায় লেক-সংলগ্ন এলাকাগুলো এখনো নিমজ্জিত রয়েছে।

কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই লেকে ১০৮ দশমিক ৭২ ফুট মিনস সি লেভেল পানি রয়েছে। লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

এদিকে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বাঘাইছড়ি, লংগদু, রাঙ্গামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নিচু এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে।


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল