২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিজয়নগরে বাবার রডের আঘাতে ছেলে নিহত

নিহত এনায়েত উল্লাহ - ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহের জেরে বাবা জয়নাল আবেদীনের রডের আঘাতে ছেলে এনায়েত উল্লাহর (৩০) নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ঘাতক বাবা জয়নাল আবেদীনকে আটক করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে নরসিংদী বারৈচা এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুরে বাবার রডের আঘাতে গুরুতর আহত হন তিনি।

নিহত এনায়েত বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের স্কুলপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, এনায়েত উল্লাহ প্রবাসী ছিলন। বিদেশে ভালো কিছু করতে না পেরে কিছু দিন আগে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহে জড়িয়ে পড়েন। এরই মধ্যে এনায়েত মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য প্রায় সময় সংসারে অশান্তি লেগে থাকতো। গত কিছু দিন ধরে অটোরিকসা কিনবে বলে সে তার বাবাকে চাপ দিতে থাকেন। রোববার বিকেলে এ নিয়ে তাদের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। পরে পরিবারের সদস্যরা মিলে এনায়েতকে মারধর করে। এক পর্যায়ে জয়নাল আবেদীন লোহার রড দিয়ে এনায়েতকে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার পথে নরসিংসীতে তার মৃত্যু হয়।

বিজয় নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে সোমবার দুপুরে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল