২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিজয়নগরে বাবার রডের আঘাতে ছেলে নিহত

নিহত এনায়েত উল্লাহ - ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহের জেরে বাবা জয়নাল আবেদীনের রডের আঘাতে ছেলে এনায়েত উল্লাহর (৩০) নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ঘাতক বাবা জয়নাল আবেদীনকে আটক করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে নরসিংদী বারৈচা এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুরে বাবার রডের আঘাতে গুরুতর আহত হন তিনি।

নিহত এনায়েত বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের স্কুলপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, এনায়েত উল্লাহ প্রবাসী ছিলন। বিদেশে ভালো কিছু করতে না পেরে কিছু দিন আগে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহে জড়িয়ে পড়েন। এরই মধ্যে এনায়েত মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য প্রায় সময় সংসারে অশান্তি লেগে থাকতো। গত কিছু দিন ধরে অটোরিকসা কিনবে বলে সে তার বাবাকে চাপ দিতে থাকেন। রোববার বিকেলে এ নিয়ে তাদের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। পরে পরিবারের সদস্যরা মিলে এনায়েতকে মারধর করে। এক পর্যায়ে জয়নাল আবেদীন লোহার রড দিয়ে এনায়েতকে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার পথে নরসিংসীতে তার মৃত্যু হয়।

বিজয় নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে সোমবার দুপুরে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন মির্জা ফখরুল

সকল