১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
৪ আগস্টের ঘটনায় আরো দুই মামলা

আশুগঞ্জে ডিবি হারুনের ঘনিষ্ট আনারকলির নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা হয়

ডিবি হারুনের সাথে মহিলা লীগ নেত্রী আনারকলি - ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আরো দুটি মামলা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) নাদিম ইসলাম রোহান ও জয়ন্তী বিশ্বাস নামে দুই শিক্ষার্থী পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত মামলা দুটি গ্রহণ করে আশুগঞ্জ থানাকে রুজু করার নির্দেশ দেন।

নাদিম ইসলাম রোহানের দায়ের করা মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই শতাধিক এবং জয়ন্তী বিশ্বাসের দায়ের করা মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় শতাধিক লোককে আসামি করা হয়েছে।

এর মধ্যে নাদিম ইসলাম রোহানের অভিযোগে ডিবি হারুনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনারকলির নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া দুটি মামলার অভিযোগে প্রায় অভিন্ন ভাষায় বলা হয়, গত ৪ আগস্ট (রোববার) ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে হামলা করে। এ সময় তারা বেশকয়েকটি ককটেল বিষ্ফোরণসহ ছাত্র-জনতার মিছিলে অতর্কিতভাবে গুলি ছুড়ে। এতে ককটেলের স্প্রিন্টার ও গুলিতে কয়েকজন আন্দোলনকারী মারত্মক আহত হয়। এছাড়া আক্রমণকারীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে অনেক আন্দোলনকারীকে আহত করে। এ সময় আক্রমণকারীরা অন্তত ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়াসহ নানা ধরনের নাশকতা করে বলে মামলা দুটিতে উল্লেখ করা হয়।

এদিকে, ডিবি হারুনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী আনারকলির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সবসময় নিজেকে ডিবি হারুন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের ঘনিষ্টজন হিসেবে প্রচার করতেন। তাদের সাথে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে এর জানান দিতেন। এসবকে পুঁজি করে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে আসছিলেন।

তিনি রেলওয়ের মালিকানাধীন ভূমি অবৈধভাবে দখল করে গড়ে তুলেছেন মার্কেট ও দুতলা ভবন। এ ব্যাপারে এলাকায় প্রতিবাদ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালিখি হলেও তার ক্ষমতার কাছে সবই কোপোকাত হয়েছে। ইতোপূর্বে অবৈধ দখলের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের কারণে তিনি কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করেছেন। কেউ তার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেই তিনি সাধারণ মানুষকে ডিবি হারুনের ভয় দেখাতেন।

তার হুমকি থেকে বাদ যায়নি প্রশাসনের কর্তাব্যক্তিরাও। সাবেক রাষ্ট্রপতির প্রভাব দেখিয়ে তিনি পুলিশ ও অন্যান্য অফিসারদের বদলি ও বরখাস্তের হুমকি দিতেন। তার অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে তিনি তৎকালীন সহকারী কমিশনারের (ভূমি) সাথে জনসম্মুখে মারত্মক অসৌজন্যমূলক আচরণ করেন। ফলে তিনি (এসি ল্যান্ড) তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মহিলা আওয়ামী লীগ নেত্রী আনারকলি শিক্ষার্থীদের মিছিলে হামলা করতে সন্ত্রাসীদের লেলিয়ে দেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যুবলীগ ও ছাত্রলীগসহ আক্রমণকারীদের অর্থেরও যোগান দেন বলে তাদের অভিযোগ।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু জানান, আশুগঞ্জে ৪ আগস্ট হামলার ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে দুটি পৃথক মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত দুটি মামলাই আমলে নিয়ে আশুগঞ্জ থানাকে সরাসরি এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাফিউল আলম বলেন, আদালতের নির্দেশের বিষয়টি বাদির কাছ থেকে শুনেছি। আদালতের নির্দেশ থানায় পৌঁছলে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
গোয়াইনঘাটের অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, আটক ১ প্রশাসনে অবিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনুন : স্পিক বাংলাদেশ ইবিতে ভিসি নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ সমাবেশ মানুষের সুবিধাভোগের জন্যেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন আজমেরি ওসমানের টর্চার সেল পরিদর্শন করল র‌্যাব একনেকে ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকার ৪টি প্রকল্প অনুমোদন এই ঔদ্ধত্যের উৎস কোথায়? সংস্কারের আবশ্যকতা : রাষ্ট্রপতিশাসিত সরকার চাই এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট বন্দরে ছেলেকে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

সকল