২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশে আর কোনো রাষ্ট্রের তাবেদারি চলবে না : ড. অলি আহমদ

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এ দেশে আর কোনো রাষ্ট্রের তাবেদারি চলবে না। দেশ চলবে জনগণের কথায়। বাংলাদেশে স্বাধীনতার সময় পাকিস্তানি সেনারা যখন এই দেশ থেকে ক্লান্ত এবং পলায়নের সুযোগ খুঁজছে, যখন দেশ বিজয়ের দ্বারপ্রান্তে, তখন ভারত বর্ষের সেনাদের আগমন। তখন ভারতের সেনারা এসে যুদ্ধ জয়লাভ করেছে, যে কথা বলে আসছে।

দীর্ঘ ৫০ বছর ধরে ভারতের কথা ও আওয়ামী লীগের কথা শুনতে হচ্ছে। এবার কারো বাপের কথা শুনতে হবে না। এবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছে এ দেশের ছাত্র-জনতা ও অপামর জনতা। যেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব হয়নি বা হবে না। এটি পৃথিবীর মধ্যে একটি নজিরবিহীন।

শনিবার সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের বন্যার্তদের ত্রাণ কার্যক্রমের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ১৭ বছর ধরে এ দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে। তাই দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসর ও দালালরা এখনো রয়েছে। তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি ওই সময়ের প্রত্যেক আমলা, মন্ত্রী এবং এমপিরা যে পরিমাণ দুনীর্তি করে সম্পদের পাহাড় বানিয়েছেন, দূনীর্তি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করে করতে হবে। প্রত্যেক ঘটনার জন্য জড়িতদের বিচার হবে, হবেই।

পরে বন্যার্তদের মধ্যে ত্রাণি বিতরন করেন এলডিপির চেয়ারম্যান। এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী প্রমুখ। এরপর সদর উপজেলার মান্দারী বাজারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের পরিবারের সাথে মতবিনিময় সভা করেন করেন এলডিপি সভাপতিসহ জামায়াত নেতারা।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ৮৮৮ এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ‘শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না’ ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায়

সকল