রাসূল সা.কে কটূক্তিকারী সুইডেন চাকমার বিচার ও পার্বত্য উপদেষ্টার অপসারণের দাবি
- রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি
- ৩০ আগস্ট ২০২৪, ২৩:৪০
মহান আল্লাহ ও রাসূল সা.-কে নিয়ে কটূক্তিকারী সুইডেন চাকমার বিচার এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে অপসারেণের দাবিতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজলোর বাজার জামে মসজিদের সামনে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী আন্দোলন ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালীদের ‘অ-পাহাড়ী’ বলে অবমাননামূলক বক্তব্য প্রদান করে পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যূত্থানে পরিবর্তিত বাংলাদেশে পার্বত্য মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হয়ে বৈষম্য সৃষ্টি করে উপদেষ্টা থাকার অধিকার তার নেই। এ সময় বক্তারা তাকে দ্রুত অপসারণের দাবি জানায়।
এ সময় তারা পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চাঁদাবাজি, গুম, খুন, হত্যাসহ আঞ্চলিক সংগঠনসমূহের সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রত্যাহার করে সেনা ক্যাম্প পুনঃস্থাপন ও মাটিরাঙ্গায় একটি স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানান।
অপরদিকে মহান আল্লাহ ও রাসূল সা.-কে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কটূক্তি করা সুইডেন চাকমাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো: ফয়জুল্লাহ, ইসলামী আইন গবেষণা পরিষদের মুফতী আলমগীর হোসেন হাবীবী, হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের হাফেজ মো: ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো: আনোয়ার হোসেন, ইমাম ও ওলামা কল্যাণ সমিতির পক্ষে কাজী মো: সলিম উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাফেজ ক্বারী হারুনুর রশিদ আজিজী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট শুক্রবার খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পূনর্গঠনে পরিষদে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে একজন পাহাড়ি এবং একজন অপাহাড়ি প্রতিনিধি রাখার কথা উল্লেখ করেন। বাঙালিদের ‘অপাহাড়ি’ আখ্যা দেয়ায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করে ও জেলার সর্বত্র আন্দোলন শুরু হয়।
এদিকে গত ২৭ আগস্ট পানছড়ি উপজেলার সুইডেন চাকমা ও ঋদ্ধ চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রোফাইল থেকে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলিম জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলেই পানছড়ি বাজারে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতা। এরপর জেলাব্যাপী ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা