১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আখাউড়ার হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে

- ছবি - বিবিসি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে।

স্থানীয় সাংবাদিক মাসুক হৃদয় জানিয়েছেন, বাঁধ ভেঙে সেখানকার সীমান্তবর্তী চারটি ইউনিয়নের ৩৪টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

তিনি জানান, বুধবার রাতভর ভারি বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের কারণে আখাউড়ার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বুধরাত রাত থেকেই ওই এলাকায় পানির পরিমান বাড়তে শুরু করে। এতে করে আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ- এই চার ইউনিয়নের ৩৪টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়া ওইসব এলাকার ধান ও সবজি জমিসহ মাছের ঘের তলিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, হাওড়া নদী ও জাজী গাঙসহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে নতুন করে আরো এলাকা প্লাবিত হতে পারে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement