১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখোঁজের ২৪ ঘণ্টা পর কর্ণফুলীর পুকুর থেকে লাশ উদ্ধার

নিহত সালে জহুর - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁও থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর মোহাম্মদ সালে জহুর (৪৬) নামে এক ব্যক্তি লাশ কর্ণফুলী উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিকলবাহা জামালপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তি লাশ উদ্ধার করা হয়।

নিহত সালে জহুর কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহার মরহুম ইসমাইলের ছেলে। সে কেএসআরএম কোম্পানিতে গাড়ির মেকানিক হিসেবে চাকরি করতেন বলে কর্ণফুলী থানা সূত্রে জানা গেছে।

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক জহির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি ভারি শিল্প এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী আয়েশা আক্তার স্বামী নিখোঁজের খবর জানিয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশ পরিদর্শক জহির হোসেন জানান, সন্ধ্যায় লাশ উদ্ধারের পর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement