১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাতে নিখোঁজ, সকালে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

- প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে হাত-পা বাঁধা অবস্থায় মামুন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ জুলাই) উপজেলার রশিদ নগরের ধলির ছড়া এলাকায় রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে
গতকাল শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে দাবি করেছে তার পরিবার।

মামুন কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মানুন গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার শহরের দিকে যায়। বের হওয়ার পর থেকে রাতে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সকালে হাত-পা বাঁধা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবককে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

বাকিটা তদন্ত করলে রহস্য উৎঘাটন করা যাবে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement