ঈদগাঁওতে চিংড়ি ঘের থেকে শ্রমিকের লাশ উদ্ধার
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ০৭ জুলাই ২০২৪, ০৯:৩৩
কক্সবাজারের ঈদগাঁওতে চিংড়ি ঘের থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাঁন ঘোনা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত রফিক (৫০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফাক্রিকাটা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার মৃত ছৈয়দ নূরের গরুর খামারে গত ৮ বছর যাবৎ শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নূর মেম্বারের ছেলে রাশেদ বলেন, প্রতিদিনকার মতো দুপুরের খাবার খেতে শনিবার বাড়িতে যায়নি রফিক। এরপর অনেক রাত হলেও গরুর খামারে লাইট জ্বালানো না হলে তারা খোঁজ নিতে আসেন। তখন খামার সংলগ্ন চিংড়ি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা দৈনিক নয়া দিগন্ত’কে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা