১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উখিয়ায় অস্ত্রসহ আরসার তিন সদস্য গ্রেফতার

উখিয়ায় অস্ত্রসহ আরসার তিন সদস্য গ্রেফতার - প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরাসা) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে, মঙ্গলবার উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূলহোতা এবং আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দুই সহযোগী রয়েছেন।

তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুল কামালকে গ্রেফতার করে র‌্যাব। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল এবং তার আরেক সহযোগী ও বডি গার্ড আনসার উল্লাহকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি বিদেশী জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি এবং সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা আরসার সাথে সংশ্লিষ্ট থেকে হত্যা ও অপহরণসহ বিভিন্ন ‘সন্ত্রাসী’ কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।


আরো সংবাদ



premium cement