০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি যুবক

- ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে হেলাল মিয়া (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে একটি বিলের জমিতে মাছ ধরতে গিয়ে এই ঘটনা ঘটে।

হেলাল ওই গ্রামের সাত্তার মিয়ার ছেলে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসকদের দাবি, এটি কোন বিষাক্ত সাপের কামড় না, রোগী শঙ্কামুক্ত।

আহতের স্বজনরা জানান, বিকেলে হেলাল মাছ ধরতে বাড়ির পাশে একটি বিলের জমিতে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তার পা কামড়ে ধরে। পরে সে সাপটিকে ছাড়িয়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে ঘরের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবিদ আল হাসান জানান, বিষাক্ত সাপে কাটা রোগীকে হাসাপাতালে আনার পর তার শরীরে এন্টিভেনম পুশ করা হয়। এতে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আসে। বর্তমানে হেলাল শঙ্কামুক্ত।


আরো সংবাদ



premium cement