১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কর্ণফুলীতে নিখোঁজ বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ বোয়ালখালী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশরাফ উদ্দিন কাজলের (৫২) লাশ প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ।

রোববার (২৩ জুন) বিকেল ৫টার দিকে কর্ণফুলী নদীর হামির চর এলাকার বোয়ালখালী অংশ থেকে নিখোঁজ আশরাফ উদ্দিন কাজলের লাশ উদ্ধার করা হয়।

এর আগে ২২ জুন বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর কালুরঘাট প্রান্ত থেকে ইঞ্জিনচালিত নৌকায় ওঠার পর ফেরির সাথে ধাক্কা লেগে আশরাফ উদ্দিন কাজল ও আব্দুল কাদের নামে দু’জন নদীতে পড়ে যান। পরে মাঝিমল্লা ও স্থানীয়রা আব্দুল কাদেরকে (৩৫) সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারলেও, আশরাফ উদ্দিন কাজল নদীতে নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরঘাট নৌ পুলিশের ডুবুরি দল অভিযান শুরু করে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় রাত ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয় বলে জানান কালুরঘাট ফায়ার সার্ভিস কর্মকর্তা বাহার উদ্দিন।

পরে আজ সকালে নৌ-বাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ৫টার দিকে নৌবাহিনী সদস্যরা নিখোঁজ আশরাফ উদ্দিন কাজলের লাশ উদ্ধার করে।

নিহত আশরাফ উদ্দিন কাজল বোয়ালখালী উপজেলার উত্তর গোমদন্ডী গ্রামের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। তিনি বোয়াখালি পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ছিলেন।

সদরঘাট নৌ-থানার পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি ও পরবর্তী আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কাজ চলছে।


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

সকল