কমলনগরে ঋণের টাকার জন্য আত্মহত্যা চা দোকানির
- কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
- ১০ জুন ২০২৪, ১৫:৫০
লক্ষ্মীপুরের কমলনগরে ঋণের টাকার জন্য আত্মহত্যা করেছেন হারুনুর রশীদ (৪০) নামের এক চা দোকানদার।
সোমবার ভোরে ঝুলন্ত অবস্থায় উপজেলার করইতোলা বাজার সংলগ্ন কোম্পানীর রাস্তার মাথানামক এলাকা থেকে ওই চা দোকানদারের লাশ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ।
হারুন উপজেলা চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানীর রাস্তার মাথা নামক এলাকার মৃত আমিন উল্লার ছেলে। তিনি ৩ মেয়ে ও ২ ছেলের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জনক হারুনের একটি চা দোকান ছিল। তার সংসারের একমাত্র মাধ্যম ওই দোকানটি। এতে দুই মেয়েকে ধারদেনা করে বিবাহ দেন তিনি। এনজিও সংস্থা আশা, ব্র্যাক, উত্তরণ ও প্রিজম বাংলাদেশসহ বিভিন্ন এনজিও সংস্থাগুলো থেকে তিনি ঋণ নিয়ে দোকান ও সংসার চালাতেন। চলতি সপ্তাহে ১৪ হাজার টাকার কিস্তি পরিশোধ করে আজ ভোরে ফজরের নামাজ শেষে তিনি দোকানের ভেতরে সাটার টাঙ্গিয়ে আত্মহত্যা করেন। পরে লোকজন দোকানের সাটার খুলে ভেতরে ঢুকে দেখেন হারুনের লাশ রশি দিযে ফ্যানের সাথে ঝুলানো। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, ঋণের কিস্তির চিন্তায় হারুন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
হারুনের স্ত্রী বিবি কুলছুম জানান, তার স্বামী ঋণের কিস্তির জন্যই মুলত আত্মহত্যা করেছেন। সাংসারিক অভাবের তাড়নায় হারুন প্রিজম বাংলাদেশ উপজেলার তোরাবগঞ্জ শাখা থেকে নেয়া ১ লাখ ২০ হাজার টাকার মাসিক কিস্তি ১১ হাজার ৪০০ টাকা, ব্রাক থেকে নেয়া ১ লাখ টাকার মাসিক কিস্তি ১১ হাজার টাকা, উত্তরণ থেকে নেয়া ৩০ হাজার টাকার সাপ্তাহিক কিস্তি ৩ হাজার ৫০০ টাকা, আশা থেকে নেয়া ৭০ হাজার টাকার সাপ্তাহিক কিস্তি ২ হাজার টাকাসহ প্রতি মাসে হারুন মোট ২৯ হাজার ৫০০ টাকার কিস্তির মানসিক চাপ ও চিন্তায় থাকতেন। আর এ চাপ বা দুশ্চিন্তায় তার স্বামী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা