ঈদগাঁওতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি জামায়াতের সহায়তা
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ০৭ জুন ২০২৪, ২৩:২০
কক্সবাজারের ঈদগাঁওতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ফার্নিচার ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৭ জুন) রাত ৯টায় ঈদগাঁও বাজারের বাঁশ ঘাটায় আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ীকে এ অর্থ সহায়তা প্রদান করেন জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ও ইসলামপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন, ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নূরুল আজিম ও সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম ও শিক্ষাবিদ সেলিম উল্লাহ ওয়াহেদী প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ মে ভোররাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ঈদগাঁও বাজারের ঐতিহ্যবাহী ফার্নিচার পট্টির ৪২টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এ নিয়ে দৈনিক নয়া দিগন্তে সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা