১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুবি কর্মকর্তা সমিতির সভাপতিকে ওএসডি

কুবি কর্মকর্তা সমিতির সভাপতিকে ওএসডি - ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম (প্রশাসনিক) চালু করা ও ২৩ জুন থেকে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও কর্মকর্তা সমিতির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে ওএসডি করা হয়েছে।

বুধবার (৫ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, আগামী রোববার বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে এবং ২৩ জুন থেকে ক্লাস শুরু হবে। শিক্ষকরা যে ৭ দফা দাবি দিয়েছিল এসব মেনে নেয়ার বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকদের থাপড়িয়ে দাঁত ফেলে দেয়ার হুমকি দেয়া কর্মকর্তা সমিতির সভাপতি জাকির হোসেনকে ওএসডি করা হয়। অধ্যাপক গ্রেড-১ ও অধ্যাপক গ্রেড-২ ও শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যে দাবি ছিল এসব মেনে নেয়া হবে।

সিন্ডিকেট সূত্র আরো জানায়, এক মাসের ভেতর প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হোক। বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পর আমরা সাধারণ সভা ডাকব। আমাদের দাবি যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ৭ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছিল কুবি শিক্ষক সমিতি। কিন্তু ভিসি এতে কর্ণপাত না করায় ভিসি, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। এরপর শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি চালিয়ে যেতে চাইলে ২৮ এপ্রিল ভিসি, কোষাধ্যক্ষ ও প্রক্টরের নেতৃত্বে শিক্ষকদের মারধর করে সাবেক শিক্ষার্থীরা। এর জেরে শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র আন্দোলন শুরু করলে ভিসি ৩০ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভা (৯৩ তম) ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল