১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিলাইছড়িতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেফতার ৪

বিলাইছড়িতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেফতার ৪ - প্রতীকী ছবি

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতুমং মারমা হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার ১০ মিনিটে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩), ওয়াইভার ত্রিপুরা (৫০), সত্য চন্দ্র ত্রিপুরা (৫৯) ও সুজন ত্রিপুরা (৫৭)। তারা সবাই বড়থলি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আকতার হোসেন জানান, গ্রেফতার চারজনই বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার তাদের রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়।

গত ২১ মে বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় চেয়ারম্যান আতুমং মারমা তার চাচার বাড়িতে বেড়াতে যান। ওই রাতে তার ওপর অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলি চালায় দুবৃত্তরা। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে এলে দুবৃত্তরা পালিয়ে যায়। হামলায় চেয়ারম্যানের পায়ে, ঘাড়ে ও হাতে গুলি লাগে। তাকে প্রথমে বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে নয় দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। পরদিন আতুমং মারমার বড় ভাই ক্যচিং মং মারমা বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement