মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ৩০ মে ২০২৪, ১২:১৯, আপডেট: ৩০ মে ২০২৪, ১২:২০
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো: এমদাদুল হকের (৭৫)।
বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এর আগে, বুধবার রাত ১১টায় চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে তার মৃতু হয়।
এমদাদুল হক উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকার মরহুম ওবায়দুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার। তিনি মিরসরাই পৌর আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
জানা গেছে, গত ১ মে মিরসরাই পৌরসদরে ফুটওভার ব্রিজের নিচে দ্রুতগামী একটি হাইস গাড়ি ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
এমদাদুল হকের ছেলে মাহমুদুল হক জুয়েল বলেন, ‘আমার বাবা দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। দু’বার উনার অপারেশন করা হলেও শারীরিক কোনো উন্নতি হয়নি। বুধবার রাত ১১টা দিকে তিনি মারা গেছেন।’
মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাশিম বলেন, ‘মুক্তিযোদ্ধা এমদাদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে তিনি মারা গেছেন। আমরা একজন জাতীর শ্রেষ্ঠ সন্তান হারালাম।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা