টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ভোটগ্রহণ স্থগিত
- কক্সবাজার অফিস
- ২৯ মে ২০২৪, ০৯:৪০
বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ভোটগ্রহণের সরঞ্জাম ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো যায়নি। এতে বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে অনুষ্ঠেয় টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সেন্টমার্টিন ইউনিয়ন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় এ কথা জানান চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন পাটওয়ারী।
এক গণবিজ্ঞপ্তিতে তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা যেতে পারেননি। এ কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
টেকনাফ উপজেলায় ৬০টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে এক লাখ ৮০ হাজার ৪২০ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৮৮০ জন ও নারী ৮৮ হাজার ৫৩৮ জন। ৫৯ কেন্দ্রে বুধবার ভোটগ্রহণ করা হবে।
এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা