নোয়াখালীতে অস্ত্রের ভয় দেখিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১
- নোয়াখালী অফিস
- ২৭ মে ২০২৪, ১৪:২১
নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্রের ভয় দেখিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ওই অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে ভুক্তভোগীর বিবাহ বিচ্ছেদ হয়। দুই মেয়ের বিয়ে হওয়ায় বাড়িতে একাই থাকতেন। এ সুযোগে শনিবার মধ্যরাতে ধানের শীষ গ্রামের মরহুম ফয়জুল হকের ছেলে সেলিম ভান্ডারি ওই নারীর ঘরে ঢুকে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিত নারীর কান্না শুনে অন্যরা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ গতকাল রোববার বিকেলে আসামিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম থেকে গ্রেফতার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিম নিজে মামলা দায়ের করেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।