হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২
- আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)
- ২৫ মে ২০২৪, ১৮:০৪
চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগামী বাস-সিএনজি অটোরিকশার মখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুজন।
শনিবার (২৫ মে) দুপুর পৌনে ১টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর বটতল মগ্যারহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন এনায়েতপুর ৯ নম্বর ওয়ার্ড সোনাইরকুল রহিমু দীঘির পাড়ের আলি হামজা মিয়াজির বাড়ির মরহুম শামসুল আলমের ছেলে কাতার প্রবাসী মোহাম্মদ আবছার (৫৫), অপরজন ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের মোহছেনা পাড়ার মালেক মেম্বার বাড়ির মরহুম আলী হোসেনের ছেলে আবদুল মোতালেব টুকু (৬৮)।
দুর্ঘটনায় আহতরা হলেন যাত্রী মো: শাহাদাত (২৯) ও অটোরিকশাচালক নূর মোহাম্মদ (২৮)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে (চট্টগ্রাম থ ১৩-৯৫৪০) বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস এসে চাপা দিলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলে দু’জন অটোরিকশাটি যাত্রী নিহত হন।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো: মফিজ উপস্থিত সাংবাদিকদের বলেন, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এদিকে সিএনজি অটোরিকশায় থাকা আহত দুজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি। একজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় প্রতিবেশী ইরফান চৌধুরী নাহিদ জানান, নিহত কাতার প্রবাসী মোহাম্মদ আবছারের ছেলে সন্তান নেই। তিনি চার মেয়ে সন্তানের জনক। এবার দেশে এসে তিনি তার তৃতীয় মেয়েকে বিয়ে দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা