১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাফনদীতে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশী গুলিবিদ্ধ

নাফনদীতে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশী গুলিবিদ্ধ - ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলিতে তার ডান পায়ের কব্জি উড়ে গেছে। বাম পায়েও গুলি লেগেছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলছে।

এর আগে বুধবার (২২ মে) সন্ধ্যার দিকে টেকনাফের নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত জেলে টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের মরহুম আব্দুল শুক্কুরের ছেলে মো: হোসেন আলী (৫০)।

ভিকটিম মো: হোসেন আলীর পরিবার জানিয়েছে, হোয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোঁড়া গুলিতে জেলে মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

মোহাম্মদ হোসেন আলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয় বুধবার বিকেলে নাফনদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি জাল নিয়ে মাছ শিকার করছেন। সন্ধ্যার দিকে হঠাৎ আরাকান আর্মির সদস্যরা তার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তার ডান পায়ের কব্জি উড়ে যায় এবং বাম পায়েও গুলি লেগেছে।

পরবর্তীতে অন্য জেলেরা তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী নাফ নদীতে বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে কাদের ছোঁড়া গুলিতে আহত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান

সকল