নাফনদীতে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশী গুলিবিদ্ধ
- গোলাম আজম খান, কক্সবাজার অফিস
- ২৩ মে ২০২৪, ১৯:২৯
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলিতে তার ডান পায়ের কব্জি উড়ে গেছে। বাম পায়েও গুলি লেগেছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলছে।
এর আগে বুধবার (২২ মে) সন্ধ্যার দিকে টেকনাফের নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহত জেলে টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের মরহুম আব্দুল শুক্কুরের ছেলে মো: হোসেন আলী (৫০)।
ভিকটিম মো: হোসেন আলীর পরিবার জানিয়েছে, হোয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোঁড়া গুলিতে জেলে মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
মোহাম্মদ হোসেন আলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয় বুধবার বিকেলে নাফনদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি জাল নিয়ে মাছ শিকার করছেন। সন্ধ্যার দিকে হঠাৎ আরাকান আর্মির সদস্যরা তার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তার ডান পায়ের কব্জি উড়ে যায় এবং বাম পায়েও গুলি লেগেছে।
পরবর্তীতে অন্য জেলেরা তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী নাফ নদীতে বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে কাদের ছোঁড়া গুলিতে আহত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা