লামায় আ’লীগ সমর্থিত, নাইক্ষ্যংছড়িতে বিএনপি-জামায়াত ঘরোনার প্রার্থী বিজয়ী
- ২১ মে ২০২৪, ২২:১১
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের দুই উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে লামায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা জামাল এবং নাইক্ষ্যংছড়িতে বিএনপি-জামায়াত ঘরোনার প্রার্থী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বেসরকারিভাবে তাদের চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলায় তোফায়েল আহমেদ মোটরসাইকেল প্রতীকে ১৫ হাজার ১৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী শফিউল্লাহ আনারস প্রতীকে ১১ হাজার ৪৩২ ভোট পেয়েছেন।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো: কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার রুনা নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে লামা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা জামাল আনারস প্রতীকে ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে প্রদীপ দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা সুলতানা নির্বাচিত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা