১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাটহাজারীতে বিপুল পরিমাণে সেগুন গাছের টুকরা জব্দ

হাটহাজারীতে বিপুল পরিমাণে সেগুন গাছের টুকরা জব্দ - নয়া দিগন্ত

চট্টগ্রামের হাটহাজারীতে পাঁচ হাজার এক শ’ পিস অবৈধ সেগুন গাছের টুকরা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার দিবাগত রাত ১০টা দিকে হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রংগীপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ সাবরীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ কাঠের টুকরাগুলো জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনার সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এ সময় জেলা এনএসআই-এর প্রতিনিধি দল, বন বিভাগের কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান জানান, ঘটনাস্থলের আশপাশে ডিপোর মালিক বা শ্রমিক কাউকে না পাওয়ায় জব্দ পাঁচ হাজার এক শ’ পিস অবৈধ সেগুন গাছের টুকরার বিষয়টি তদন্তপূর্বক বন বিভাগকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা।


আরো সংবাদ



premium cement