১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু - প্রতীকী

কুমিল্লার রসুলপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মিম নামে নবম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মিম রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রসুলপুর স্টেশনে দাঁড়ানো ছিল। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার মুহূর্তে মিম নামের ওই শিক্ষার্থী রেললাইন পার হতে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের শিক্ষার্থীরা রেলস্টেশনে এসে রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ সময় স্টেশনে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনটিও কিছুক্ষণ আটকে রাখে শিক্ষার্থীরা।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এরপর তিনি শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল