১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেকনাফে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

-

পাওনা টাকা এবং পূর্ব শত্রুতার জেরে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেল ৪টায় মহেশখালীয় পাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত আমির আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসসমান গণি জানান, ভিকটিম আব্দুর রাজ্জাক তার বন্ধু মো: আলীসহ সোমবার বিকেলে তুলাতলী নিজ গ্রাম থেকে বটতলি বাজারে যাচ্ছিলেন। পথে সদর ইউপিস্থ মহেশখালীয়া পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তাকে গতিরোধ করে নতুন পল্লান পাড়ার আব্দুস সালামের ছেলে সাহাব উদ্দিন, আমমান উল্লাহ ও সেলিম। তারা রাজ্জাককে লাঠি দিয়ে মারতে মারতে গ্রামের ভেতরে নিয়ে যায়। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মহেশখালীয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেস নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টেকনাফ মডেল থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement