কক্সবাজার সৈকতে নেমে হৃদরোগে পর্যটকের মৃত্যু
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৩২
কক্সবাজার সমুদ্রে গোসলের পর হৃদরোগে আক্রান্ত হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত মতিউর রহমান কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।
সৈকতের লাইফগার্ড কর্মী মোহাম্মদ ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটক মতিউর রহমান সকালে সমুদ্র সৈকতে নামেন। সেখান থেকে উঠে তিনি ফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ সৈকতের বালুতে পড়ে যান। তখন দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে ছুটে যায়।
পরে বিচ কর্মীদের সহযোগিতায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর্যটক মতিউর রহমানকে। তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মতিউর রহমান হার্ট অ্যাটাক করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।