রাত পোহালেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু, প্রস্তুত রাবিপ্রবি
- রাবিপ্রবি প্রতিনিধি
- ২৬ এপ্রিল ২০২৪, ২০:০৫
রাত পোহালেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।
গত ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এক আলোচনা সভায় তথ্যটি নিশ্চিত করে রাবিপ্রবি প্রশাসন।
এবারের গুচ্ছ ভর্তিপরীক্ষায় রাবিপ্রবির তত্ত্বাবধানে আটটি কেন্দ্রে মোট ১৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে ‘এ’ ইউনিটে আট হাজার ৫৮২ জন ‘বি’ ইউনিটে দুই হাজার ৭৪৪ জন এবং ‘সি’ ইউনিটে তিন হাজার ২০৪ জন।
ভর্তি পরীক্ষা উপলক্ষে রাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. সেলিনা আখতার ভর্তি ইচ্ছু পরীক্ষার্থীদের রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীবৃন্দ জীবনের সাফল্যময় অধ্যায় দেখতে আগামীকাল পরীক্ষা দিতে আসছে। তাদের জন্য শুধু ভিসি হিসেবেই নয় বরং একজন মা হিসেবে, অভিভাবক হিসেবেও শুভকামনা ও দোয়া রইল। তারা যেন তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সফল হয়। জীবনে মানুষের মতো মানুষ হওয়ার পাশাপাশি তারা অনেক বড় হবে এটাই প্রত্যাশা করি’।
এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষে রংতুলির আঁচরে সেজেছে রাবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠদের হাত দিয়েই নানা রঙে সেজেছে ক্যাম্পাস। প্রায় ৩০ সদস্য দুদিন ধরে পরিশ্রম করে প্রায় ১০ লিটার রঙে রাবিপ্রবিকে ফুঁটিয়ে তুলেছে আপন আঙ্গিকে। তুলে ধরেছে তাদের শৈল্পিক চিন্তাভাবনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা