১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

- ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে মোটরচালিত ট্রলি উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে ফারুক (৩৬) নামের এক ড্রাইভার নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক বুড়িচং উপজেলা সদরের হাজী বসত আলীর ছেলে।

ফারুকের বন্ধু সুমন মিয়া জানান, বুধবার সকাল ৭টায় বুড়িচং উপজেলার শংকুচাইল রাজাপুর সড়কের রাজাপুর রেলস্টেশন এলাকায় মোরগ বোঝাই মোটরচালিত ট্রলি নিয়ে রেললাইন পার হওয়ার সময় উল্টে পাশের ডোবায় পড়ে যায়। এতে ট্রলির ড্রাইভার ফারুক ঘটনাস্থলে মারা যান।

বুড়িচং থানার ডিওটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, ‘এই বিষয়ে বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement