দাউদকান্দিতে পুকুর থেকে মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার
- দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
- ২৩ এপ্রিল ২০২৪, ১৫:৪২
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুকুর থেকে নুসরাত (১২) নামে এক মাদরাসাছাত্রীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গৌরীপুরে ভুলিরপাড় ক্বারি আজগর আলী মাদরাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নুসরাত তিতাস উপজেলার হাইধনকান্দির প্রবাসী রবিউল ইসলামের মেয়ে এবং ওই মাদরাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
মাদরাসাটির মুহতামিম আবু বক্কর সিদ্দিক জানান, নুসরাত রাতে অন্য ছাত্রীদের সাথে রুমেই ছিল। ছাত্রীদের দেখা-শোনার জন্য নারী শিক্ষিকা দায়িত্বে ছিলেন।
দাউদকান্দি থানার পুলিশ ইন্সপেক্টর শহিদুল্লাহ প্রধান জানান, দুজন নারী শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের জন্য গৌরীপুর পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, নুসরাতের মা মোর্শেদা আক্তার মামলার প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।