০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ - নয়া দিগন্ত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের রায়খালী খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার মকবুল হোসেনের ছেলে অটোরিকশার চালক দেলোয়ার হোসেন (৩০) এবং চট্টগ্রামের লালখান বাজার এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)।

জানা গেছে, মিজানুর রহমান অটোরিকশায় বোয়ালখালীতে মাছ কিনতে যাচ্ছিলেন। এ সময় আরাকান সড়কের রায়খালীর খাল এলাকায় বালুবোঝাই ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মিজানুর রহমানকে উদ্ধার করে বোয়ালখালি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement